“দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর”

ডায়াবেটিস রোগটিকে আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও এটি মারাত্মক হয়ে উঠতে পারে। ক্যান্সারকে চিকিৎসার মাধ্যমে সারানো যায় কিন্তু ডায়াবেটিস রোগটি পুরোপুরি সারানো যায় না। কিছু নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রণে রাখতে হয়। ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। এটিকে অবহেলা করলে, নীরব ঘাতকের মতো দেহকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তদ্রæপ, … পড়তে থাকুন “দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর”